প্রথমবারের মত প্যারিসের আকাশে ড্রোন ট্যাক্সি

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

জার্মান কোম্পানি ভলোকপ্টার ২০২৪ সাল নাগাদ বাণিজ্যিকভাবে তাদের ড্রোন ট্যাক্সি সেবা চালু করতে চায়। এর প্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার প্যারিসের আকাশে প্রথমবারের মত উড়েছে তাদের তৈরি একটি ড্রোন ট্যাক্সি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বড় ড্রোনের মত দেখতে ভলোকপ্টারের ওই এয়ারক্রাফটটি পরীক্ষামূলকভাবে প্যারিসের বাইরের একটি বিমানঘাঁটি থেকে একজন যাত্রী নিয়ে উড্ডয়ন করে এবং অন্যান্য উড়োজাহাজ আশেপাশে থাকাকালে সংক্ষিপ্তভাবে চারপাশে প্রদক্ষিণ করে। খবর বিডিনিউজের।

ভলোকপ্টারের প্রধান নির্বাহী ডার্ক হুক বলেন, আগামী ১৮ মাসের মধ্যে তারা তাদের এয়ারক্রাফট নিবন্ধিত করার প্রস্তুতি নিচ্ছেন। এবং আশা করছেন, ২০২৪ সাল নাগাদ তারা সংক্ষিপ্ত আকারে বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে পারবেন। ওই সময়ে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। কোম্পানিটি চাইছে, তাদের দুই আসনের এয়ারক্রাফটটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আকাশে উড্ডয়ন ও চলাচল করবে। সেখানে শুধু যাত্রীরাই থাকবেন। তবে এও স্বীকার করেছে, এজন্য এখনো তাদের, বিশেষ করে অবকাঠামো, আকাশসীমা একীকরণ এবং মানুষের গ্রহণযোগ্যতা পেতে অনেক কাজ করতে হবে। বৃহস্পতিবার ড্রোন ট্যাক্সিটির পরীক্ষামূলক পাইলট ছিলেন পল স্টোন। তিনি বলেন, এয়ারক্রাফটটি ডিজিটাল ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেমের এবং একাধিক পাখা থাকায় এটি সাধারণ হেলিকপ্টারের চেয়ে অনেক সহজে উড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধজীবাশ্ম জ্বালানি বিস্তার রোধ চুক্তি কী, কেন এই দাবি?
পরবর্তী নিবন্ধপূর্ব মাদারবাড়ীতে সালাতুসালাম মাহফিল