প্রথমবারের মত টি-টোয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড-স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২৯ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মত সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম সাক্ষাৎকে স্মরণীয় করে রাখতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দু’দল। বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আজ ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলতে নামবে দুই প্রতিবেশি ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ওয়ানডেতে দেখা হলেও, টিটোয়েন্টিতে কখনও মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ওয়ানডেতে ৫ বারের মোকাবেলার ইংল্যান্ডের জয় ৩টি ও স্কটল্যান্ডের জয় ১টি। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। এবার বিশ্বকাপের মঞ্চ দিয়ে প্রথমবারের মত টিটোয়েন্টিতে দেখা হচ্ছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চ বলেই এ ম্যাচ নিয়ে অনেক বেশি সতর্ক দু’দল। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই শুভ সূচনা করতে চায় তারা।

ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘জয় দিয়ে যেকোন টুর্নামেন্ট বা সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। বিশেষ করে বিশ্বকাপে শুভ সূচনা করতে পারলে, মনোবল চাঙ্গা থাকে। বিশ্বকাপে প্রথম ম্যাচে আমাদের একমাত্র জয়। এখানে প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’ সদ্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টিটোয়েন্টি সিরিজ ২০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে জয় এবং সমপ্রতি আইপিএলে খেলার কারনে খেলোয়াড়রা বাড়তি অনুপ্রেরণা পাবে বলে মনে করেন বাটলার। তিনি বলেন, ‘গত বিশ্বকাপের পর আমরা খুব বেশি টিটোয়েন্টি খেলেনি। তারপরও দলের প্রস্তুতি ভালো। কারণ গত দেড় মাস আইপিএলে ভালো সময় কাটিয়েছে সতীথর্রা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সিরিজ আমাদের অনেক বেশি কাজে দিবে।’ এই নিয়ে পঞ্চমবারের মত টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে স্কটল্যান্ড। ২০২১ সালের আসরে প্রথম রাউন্ডে ৩ ম্যাচের সবক’টিতে জিতে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছিলো তারা। কিন্তু সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে কোন জয় পায়নি স্কটিশরা। ঐ আসরে ৮ ম্যাচে ৩ জয়, এখন পর্যন্ত টিটোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সেরা সাফল্য।২০২২ সালে টিটোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্বকে চমক দেখায় স্কটল্যান্ড। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় স্কটল্যান্ড। ঐ স্মৃতিকে আবারও ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে স্কটিশরা। এবার আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বধ করার চ্যালেঞ্জ স্কটল্যান্ডের। দলের অধিনায়ক রিচি বেরিংটন বলেন, ‘গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলাম আমরা। ঐ স্মৃতি এখনও আমাদের মনে নাড়া দেয়। এবার ইংল্যান্ডের মত বড় দলকে হারিয়ে বিশ্বকে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমান দিতে চাই আমরা। ইংল্যান্ডের মত দলকে হারানো কঠিন কাজ। তারপরও সেরা ক্রিকেট খেলতে পারলে, জয় অসম্ভব নয়।’

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ কাবাডি টানা চার আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসুপার ওভার রোমাঞ্চে নামিবিয়ার দারুণ জয়