প্রথমবার যুব হকি বিশ্বকাপ খেলতে ১৮ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

যুব হকি বিশ্বকাপের আসর আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এফগ্রুপে। সেখানে প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে । বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে গতকাল আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচিত হয় । জার্সি উম্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে: কর্ণেল (অব🙂 রিয়াজুল হাসান, জাতীয় হকি দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামি ১৮ নভেম্বর দল ভারতের উদ্দেশে যাত্রা করবে এবং বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

পূর্ববর্তী নিবন্ধতিন ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান হকি দল
পরবর্তী নিবন্ধনেপাল ও ভারত ম্যাচ খেলতে আজ আসছেন হামজা চৌধুরী