মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিকের দ্বিতীয় বাণিজ্যিক ফ্লাইটের টিকেট জিতেছেন এক ১৮ বছর বয়সী শিক্ষার্থী আর তার মা। এই সপ্তাহের শেষ নাগাদ তারা যাত্রা করবেন। আর বিশ্বের প্রথম মা–মেয়ের জুটি হিসেবে মহাকাশে পাড়ি জমাতে যাচ্ছেন স্কটল্যান্ডের অ্যাবারডিন ইউনিভার্সিটির শিক্ষার্থী আনাস্তাসিয়া মেয়ার্স ও তার মা কিশা শাহাফ। ক্যারাবীয় অঞ্চল থেকে তারাই প্রথম মহাকাশে যাচ্ছেন। বৃহস্পতিবার মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকো থেকে যাত্রা শুরু করবেন মা মেয়ের জুটি। বিবিসি বলছে, কিশা তার মেয়ের ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য যুক্তরাজ্যে ভ্রমণ করার সময় কোনো কিছু না ভেবেই মহাকাশযাত্রার লটারিতে নাম লেখান। ভার্জিন আটলান্টিকের এক ফ্লাইটে অ্যান্টিগা থেকে লন্ডন যাওয়ার সময় হঠাৎ করেই তার সামনে এর বিজ্ঞাপন চলে আসে। আমি ওই র্যাফেল ড্র’র ফর্ম পূরণ করি। আর হঠাৎ করেই কয়েক মাস পর আমাকে জানানো হয় আমি শীর্ষ ২০–এর চূড়ান্ত তালিকায় আছি। পরবর্তীতে সেরা পাঁচ, ও শেষ পর্যন্ত বিজয়ী। —বলেন তিনি। এরপর একদিন হঠাৎ দেখি, আমার উঠানে লোকজন। রিচার্ড ব্র্যানসন! তিনি আর তার পুরো দল আমার বাসায় এসে বলল, আপনি জিতেছেন, আপনি মহাকাশে যাচ্ছেন। আনাস্তাসিয়া বলছেন, ক্যারাবীয় দ্বীপপুঞ্জ থেকে স্কটল্যান্ডে পড়াশোনা করার সিদ্ধান্তেই তাকে মহাকাশযাত্রার এই সুযোগ দিয়েছে।