মঞ্চ ও টেলিভিশনের গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ। প্রতিটি চ্যানেলেই তার অভিনীত নাটক প্রচার হচ্ছে। শোবিজের বিভিন্ন শাখায় তার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেলেও বাংলাদেশ বেতারে তার উপস্থিতি ছিল না। মজার বিষয় হচ্ছে বেতারের তালিকাভুক্ত অভিনেত্রী না হলেও ১৯৮৬ সালে তিনি রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অভিনয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে, বেতারে সময় দিতে পারেননি। ওই সময় বেতারের নিয়ম ছিল যে কেউ একটি বিষয়ে তালিকাভুক্ত হলে আর অন্য কোনো শাখায় তালিকাভুক্ত হতে পারতেন না।
সমপ্রতি বাংলাদেশ বেতার তাদের এই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন করেছে। কেউ যদি বিভিন্ন বিষয়ে প্রতিভা রাখেন তাহলে এখন থেকে তিনিও ওইসব বিষয়ে তালিকাভুক্ত হতে পারবেন। বেতারের সিদ্ধান্তেই গত ১০ সেপ্টেম্বর চিত্রলেখা গুহ অভিনেত্রী বেতারের নিজস্ব শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যে তিনি বেতারের নিজস্ব নাটক ‘একজন সুকন্যা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন। এ প্রসঙ্গে চিত্রলেখা বলেন, শিশুদের নিয়েই নাটকটি তৈরি হয়েছে।