প্রথমবার নাটকে একসঙ্গে তারা.

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

.আরও এক নতুন জুটি নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দার তারকা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আসছে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘সুহাসিনী’। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জোভান ও তটিনী। সদ্যই শেষ হয়েছে নাটকটির শুটিং। রোমান্টিক ঘরানার এই নাটকে দেখা যাবে একটি সুন্দর প্রেমের গল্প। এর গল্প ও চিত্রনাট্য করেছেন আরিয়ান নিজেই। নাটকটির মধ্য দিয়ে জোভান এবং তটিনী দু’জনেই এই নির্মাতার সঙ্গে প্রথম কাজ করেন। মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘সুহাসিনী’ একটি প্রেমের গল্প। পিওর লাভ স্টোরি। এখানে একদমই নতুন একটা জুটি কাজ করেছে জোভান ও তটিনী। যেহেতু তটিনী নতুন, জুটিটাও নতুন। আমাদের পুরো টিমই চেষ্টা করেছে তাদেরকে সাপোর্ট দেয়ার। আর জুটির বিষয়টা হচ্ছে দর্শকদের কাছে, পর্দায় তাদের রসায়ন দর্শক কতটা গ্রহণ করবে! আমি আশাবাদী কাজটি নিয়ে। আর তটিনীর কথা যদি বলি, নতুন হিসেবে সে ভালো করেছে। কাজের প্রতি বেশ আন্তরিক, পরিশ্রমী এবং শেখার আগ্রহটা আছে তার মধ্যে। আসছে ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধজায়েদ খানের বিরুদ্ধে নালিশ শিল্পী সমিতিতে জানাবেন ওমর সানী
পরবর্তী নিবন্ধতিন খানের নীরবতায় হতাশ নাসিরুদ্দিন শাহ