প্রথমবার টেস্ট খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ নারী কাবাডি দল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল প্রথমবার নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল শনিবার কাঠমান্ডু যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল। নেপাল সফরে বাংলাদেশ দলের স্পন্সর করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এদিকে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের আশা করছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘নেপাল আমাদের চেয়ে শক্তিশালী দল এটা ঠিক আছে। কিন্তু কেউ হারতে যাবে না। জয়ের লক্ষ্য নিয়ে যাবে সবাই। আমাদের অনুশীলন অনেক ভালো হয়েছে। নতুন খেলোয়াড়দের সাহস বাড়বে নেপালের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে। যা আমাদের আগামীতে অনেক কাজে দেবে।’ আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।

পূর্ববর্তী নিবন্ধঅপেক্ষায় থাকতে হলো বাংলাদেশকে
পরবর্তী নিবন্ধহার দিয়ে সুপার লিগ শুরু মোহামেডানের