প্রথমবার ঋণ খেলাপির খাতায় নাম লেখাল শ্রীলঙ্কা

| শনিবার , ২১ মে, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

অর্থনৈতিক সঙ্কটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কা স্বাধীনতার পর সাত দশকের ইতিহাসে প্রথমবার ঋণ খেলাপি হয়েছে।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ঋণের সুদ বাবদ ৭ কোটি ৮০ লাখ ডলারের কিস্তি পরিশোধে ৩০ দিন অতিরিক্ত সময় পেয়েছিল কলম্বো। বুধবার সেই সময় শেষ হলেও কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছে দেশটির সরকার।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের দেশ বর্তমানে একটি খেলাপি হওয়ার একটি পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার কর্মদিবসের শেষভাগে বিশ্বের অন্যতম বড় দুটি ক্রেডিট রেটিং সংস্থাও ঘোষণা করেছে যে শ্রীলঙ্কা ঋণ খেলাপি হয়েছে। সাধারণত কোনো সরকার ঋণদাতাদের কাছে সম্পূর্ণ ঋণ বা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ওই দেশ খেলাপি হিসেবে চিহ্নিত হয়। তাতে বিনিয়োগকারীদের কাছে দেশের সুনাম নষ্ট হয়, আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় ঋণ সংগ্রহ করতে বেগ পেতে হয়। অন্যদিকে দেশের মুদ্রা ও অর্থনীতির ওপর জনগণের আস্থা আরও দুর্বল হয়ে যায়। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল ভিরাসিংহের কাছে বৃহস্পতিবার জানতে চাওয়া হয়েছিল, খেলাপি হওয়ার পর দেশটির অবস্থান এখন কোথায়?

পূর্ববর্তী নিবন্ধচাকরি হারালেন মন্ত্রিকন্যা, ফেরত দিতে হবে বেতন
পরবর্তী নিবন্ধএশিয়া সফরে বাইডেন, লক্ষ্য ইন্দো-প্যাসিফিক সম্পর্ক জোরদার