প্রথম সিনেমার আগেই দ্বিতীয় সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে মেহজাবীন

| শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

একসময় ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মেহজাবীন চৌধুরী। তবে কয়েক বছরের বিরতিতে ছোট পর্দায় জনপ্রিয়তায় একবিন্দু ভাটা পড়েনি তার। এমনকি ছোট পর্দার বিরতির সময়ে তিনি চুপচাপ ছিলেন এমনও নয়। তিনি এই সময়ে অভিনয় করেছেন বড় পর্দার জন্য। তার প্রথম সিনেমা হিসেবে ঘোষণা করেছিলেন ‘সাবা’র নাম। দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। তবে মেহজাবীন ভক্তদের জন্য সুখবর হলো এত দিন সিনেমার কথা শোনা গেলেও অবশেষে বড় পর্দায় নিজের সিনেমা নিয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। শুটিং সময় অনুযায়ী প্রথম সিনেমা নয়, দ্বিতীয় সিনেমা দিয়েই তার অভিষেক হচ্ছে বড় পর্দায়। আগামী ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফরম চরকির সহপ্রযোজনায় ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। সমপ্রতি সিনেমাটি পেয়েছে সেন্সর সার্টিফিকেট।

ইউ গ্রেড পেয়েছে সিনেমাটি, অর্থাৎ সব বয়সীরা দেখেত পারবেন ‘প্রিয় মালতী’। ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির দুই প্রযোজক আদনান আল রাজীব এ রেদওয়ান রনি। গল্প প্রসঙ্গে জানা যায়, সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচে এসে জয় পেল চট্টগ্রাম বিভাগ
পরবর্তী নিবন্ধনির্মাতার মৃত্যুবার্ষিকীতে ‘ভাত দে’