প্রথম ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত সাকিব

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ভারতের গোহাটিতে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছিলেন সাকিব আল হাসান। আর সে কারণে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে। এরপর গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও খেলেননি সাকিব। কাটিয়েছেন পুর্ন বিশ্রামে। আর সাকিবের অনুপস্থিতিতে গতকালের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টানা দুই প্রস্তুতি ম্যাচে না খেলায় স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, আফগানিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা সাকিব। গতকাল সে নিশ্চয়তা দিয়েছেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে টসের সময় তিনি বলেছেন সাকিব শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে এশিয়া কাপ থেকে ফিরেছিলেন শান্ত। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরে নেতৃত্বও দেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য রাখা হয়নি তাকে। তবে গতকাল অধিনায়ক হিসেবে ইংলিশদের বিপক্ষে টস করতে নামেন তিনি। এ ম্যাচে বাংলাদেশের বেশ কয়েকজন পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। গোহাটির গরমে তাদের ইনজুরির শিকার হওয়া থেকে আগলে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। আগামী ৭ অক্টোবর ধর্মসালা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম ম্যাচটাকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারন যেকোন টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করতে পারাটা খুব বেশি দরকার। তাই বাংলাদেশ দলও চাইছে পুরো শক্তি নিয়ে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামতে। ধর্মসালার সে মাঠে দ্বিতীয় ম্যাচটিও খেলবে বাংলাদেশ। সে ম্যাচে সাকবিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। কাজেই শুরুতেই কঠিন দুই ম্যাচ বাংলাদেশ দলের। তাই শুরুটা ভাল করাটা জরুরি বলে মনে করছেন টিম ম্যানেজম্যান্ট। এশিয়া কাপ এবং নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ। যদিও দুটি সিরিজেই বাংলাদেশের অবস্থা মোটেও ভাল ছিলনা। তারপরও বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় বাংলাদেশ দল। আর সে যাত্রায় শুরু হবে টাইগারদের আগামী ৭ অক্টোবর। যেখানে পুরো ফিট সাকিবকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের প্রধান জামিল
পরবর্তী নিবন্ধপ্যারিসে সোনালী ঐশ্বরিয়া