প্রথম ম্যাচ খেলবেন লিওনেল মেসি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

লিওনেল মেসি দলের সঙ্গেই আছেন। আবুধাবিতে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছেন। গোলও করেছেন। কিন্তু অনুশীলনে তাকে দেখা যাচ্ছিল না। কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ে উঠেছে আর্জেন্টিনা দল। গত শুক্রবার ছিল কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে আর্জেন্টাইন শিবিরের অফিসিয়াল অনুশীলন। সেখানে মেসির অনুপস্থিতি ভাবাচ্ছিল ভক্ত-সমর্থকদের। মেসির ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। আর সেটা জানা হয়ে গেছে অনেকেরই। তবে তার ইনজুরির অবস্থা আসলে কী এবং কতটা গুরুতর কিংবা আদৌ ইনজুরি আছে কিনা তা জানা যায়নি। নাকি শুধু সতর্কতার জন্যই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাকি ইনজুরিটা বেশ শক্ত করেই জেঁকে ধরেছে আর্জেন্টাইন সুপারস্টারকে। তেমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে।

গত শনিবার দোহার কাতার বিশ্ববিদ্যালয় মাঠে হালকা ওয়ার্কআউট করেছেন মেসি। তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন মেডিকেল অফিসার জাভিয়ের হার্নান্দেজ। শুক্রবার যদিও দলীয় অনুশীলনে ছিলেন না। তবে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, স্পেশাল প্রোগ্রামের অংশ হিসেবে সেদিন জিমে কাটিয়েছেন মেসি। শনিবার করলেন অনুশীলনও। তবে সেটা দলের সাথে নয়। একা একা বল নিয়ে কিছুক্ষণ অনুশীলন করেছেন ফুটবলের এই মহা তারকা।

আর তাতেই কৌতূহলী প্রশ্ন ছুটে আসছে সবদিক থেকে। গত শনিবার হালকা ওয়ার্মআপ করা দেখেই মেসি ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে অস্বস্তি এবং হতাশা। তাহলে কি সৌদি আরবের বিপক্ষে খেলা হচ্ছে না এই বিশ্বকাপের সবচয়ে বড় তারকার। অবশেষে মিলল সব প্রশ্নের উত্তর। সমর্থক ও ভক্তদের সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচেই মাঠে নামছেন লিওনেল মেসি।

স্পেনের দৈনিক মার্কা জানিয়েছে, গত দু’দিন মেসি অনুশীলনে না থাকলেও আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবেন তিনি। হালকা ইনজুরিতে থাকা মেসির ওপর বাড়তি চাপ না দেওয়ার জন্যই কোচিং স্টাফরা তাকে গত দু’দিন পুরোদমে অনুশীলন করাননি। শনিবার মেসি অনুশীলনে ১০ মিনিট পরই মাঠ ছেড়েছিলেন। তিনি বল ছাড়াই ওই সময় একাকী হালকা শারীরিক কসরত করেছেন। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে মেসির সর্বশেষ অবস্থা খুব ভালো।

এখন তিনি খেলার জন্য পুরো ফিট। আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেওয়ার আগে ১৩ নভেম্বর মেসি তার ক্লাব পিএসজি’র হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন। ক্যাম্পে যোগ দিয়ে তিনি ১৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পুরো সময় খেলেছেন। মেসির কিছুটা বিশ্রাম প্রয়োজন হলেও তাকে নিয়ে শঙ্কার কিছু নেই।

প্রথম ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবেন মেসি সেটা পরিষ্কার হয়ে গেছে। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সবচাইতে বড় তারকা এবং অধিনায়ক তাদের সাথে বেশ ভাল অবস্থায় আছেন। তিনি প্রথম ম্যাচ খেলতে মুখয়িে আছেন।

পূর্ববর্তী নিবন্ধখেলার আগেই নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণা নেইমারের ?
পরবর্তী নিবন্ধজয় দিয়ে শুরুর প্রত্যয় ইরান-ইংল্যান্ডের