সাম্প্রতিক সরকারবিরোধী অস্থিরতায় দোষী সাব্যস্ত এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে ইরান।
বিপ্লবী আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর কগতকাল বৃহস্পতিবার সকালে মোহসেন শেকারির ফাঁসি কার্যকর করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দাঙ্গাকারী হিসেবে সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করে বড় ছোরা দিয়ে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে আঘাত করেছিলেন। খবর বিডিনিউজের।
ইরানের এক আন্দোলনকারী বলেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই লোকদেখানো বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দেম টুইটারে লিখেছেন, ইরানের কর্তৃপক্ষ যদি শিগগিরই কার্যকর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি না হয়, তাহলে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর চলতেই থাকবে।
ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেন শেকারি গত ২৫ সেপ্টেম্বর তেহরানের সাত্তার খান সড়ক অবরোধ করে রাখার পাশাপাশি বাসিজ রেসিস্ট্যান্স ফোর্সের এক সদস্যের উপর হামলায় একটি বড় ছোরাও ব্যবহার করেছিল বলে জানায় ইরানের বিপ্লবী আদালত।
গত ১ নভেম্বর আদালত ‘হত্যা, সন্ত্রাস সৃষ্টি এবং সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার’ উদ্দেশ্যে অস্ত্র ব্যবহারের দায়ে শেকারিকে ‘ইশ্বরের বিরুদ্ধে শত্রুতায়’ দোষী সাব্যস্ত করে বলে জানায় মিজান। শেকারি ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও সুপ্রিম কোর্ট গত ২০ নভেম্বর তা খারিজ করে দেয়। ইরানের বিচার বিভাগের তথ্য অনুযায়ী দেশটির বিপ্লবী আদালতগুলো এখন পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে জড়িত আরও ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযুক্তদের পরিচয় জানায়নি তারা।