প্রথম মিস দক্ষিণ আফ্রিকার মুকুট জয় করলেন মিয়া লে রউক্স নামে এক বধির নারী। বিতর্কিত এক সুন্দরী প্রতিযোগিতা শেষে তিনি এ মুকুট জয় করলেন। নাইজেরিয়ান ঐতিহ্য নিয়ে ট্রোলড হওয়ায় এবারের প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন একজন ফাইনালিস্ট। দক্ষিণ আফ্রিকার সেরা সুন্দরীর মুকুট জয়ের পর এক ভাষণে মিয়া লে রউঙ বলেন, তার এই জয় তাদের জন্য সহায়ক হবে, যারা নিজেদের এই সমাজ বহির্ভূত বলে বোধ করে।
“আমার মতো বুনো স্বপ্ন পূরণের পথে তাদেরকে নিয়ে যাবে এই জয়”, বলেন তিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্য করতে চান বলেও জানানা মিয়া। খবর বিডিনিউজের।
২৮ বছর বয়সী মিয়া মাত্র এক বছর বয়সেই শ্রবণশক্তি হারিয়েছিলেন। ফলে শব্দ উপলব্ধি করতে পারার জন্য তার দেহে কক্লিয়ার ইমপ্লান্ট করা হয়েছিল। প্রথম শব্দটি উচ্চারণ করতে সক্ষম হওয়ার আগে অন্তত দুই বছর তাকে স্পিচ থেরাপিও নিতে হয়েছিল বলে জানিয়েছেন মিয়া। প্রতিযোগিতায় জয়ের পর মডেল এবং মার্কেটিং ম্যানেজার মিয়া বলেন, “আমি একজন গর্বিত দক্ষিণ আফ্রিকান বধির নারী। সমাজ বহির্ভূত বোধ করতে কেমন লাগে সেটি আমি জানি। আর এখন আমি এও জানি যে, আমাকে সীমানা ভাঙার জন্যই এই গ্রহে রাখা হয়েছিল এবং আজ রাতে আমি সেটি করেছি।” বিবিসি জানায়, এর আগে গত সপ্তাহে এই সুন্দরী প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ২৩ বছর বয়সী আইনের ছাত্রী চিদিম্মা আদেতশিনা। কারণ, তার মা একজন দক্ষিণ আফ্রিকান নারীর পরিচয় চুরি করেছেন বলে অভিযোগ উঠেছিল। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া আদেতশিনার বাবা একজন নাইজেরীয় এবং ত মা মোজাম্বিক বংশোদ্ভূত। এ কারণে গত কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সাধারণ মানুষের পাশাপাশি এক ক্যাবিনেট মন্ত্রীও আদেতশিনার দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন।