প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের মাইলফলকে সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটা জায়গায় আগে থেকেই একই বন্ধনীতে আছেন রোহিত শর্মা ও সাকিব আল হাসান। সবকটি বিশ্বকাপে খেলেছেন কেবল তারা দুজনই। এবার রেকর্ডের আরেকটি পাতায়ও দুজনের নাম যুক্ত হয়ে গেল একসঙ্গে। ২০ ওভারের বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে উইকেট শিকারের ফিফটি করলেন সাকিব। মাইলফলকটি ছুঁলেন তিনি রোহিতকে বিদায় করে। বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে গতকাল শনিবার অ্যান্টিগায় রোহিতকে আউট করে ৫০ উইকেট পূর্ণ করেন সাকিব। শুরুটা যদিও ভালো ছিল না বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে ১৬ রান দেন তিনি। তার পরের ওভারের প্রথম বলেই ৯৭ মিটার লম্বা এক ছক্কা মারেন রোহিত, তৃতীয় বলে মারেন বাউন্ডারি। পরের বলে আবার জায়গা বানিয়ে বড় শট খেলার চেষ্টা করেন ভারতীয় অধিনায়ক। এবার সাকিব আগেই বুঝে ফেলে বল একটি ঝুলিয়ে ও টেনে দেন। তাতে টাইমিংয়ের গড়বড় হয় রোহিতের। ক্যাচ নেন জাকের আলি। এই মাইলফলকের দুয়ারে দাঁড়িয়েই এবারের আসর শুরু করেছিলেন সাকিব। পঞ্চাশ ছুঁতে প্রয়োজন ছিল তার তিন উইকেট। কিন্তু এই পথটুকু পাড়ি দিতেই অনেকটা সময় লেগে গেল তার। প্রথম তিন ম্যাচে ছিলেন উইকেটশূন্য। পরে নেপালের বিপক্ষে দুটি উইকেট নিয়ে উইকেটের শূন্যতা কাটান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বোলিং পাননি ১২ ওভারেও। অবশেষে ভারতের বিপক্ষে এই উইকেট নিয়ে কাঙ্খিত ঠিকানায় পৌঁছতে পারলেন তিনি। টিটোয়েন্টি বিশ্বকাপে ৪২ ম্যাচ খেলে ৫০ উইকেট হলো সাকিবের। উইকেট শিকারের তালিকায় তার ধারে কাছে নেই কেউ। দুইয়ে থাকা শাহিদ আফ্রিদি খেলা ছেড়েছেন তো বেশ আগেই। ২০০৯ বিশ্বকাপজয়ী পাকিস্তানি অলরাউন্ডারের উইকেট ৩৪ ম্যাচে ৩৯টি। ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে শ্রীলংকান গ্রেট লাসিথ মালিঙ্গা আছেন তিনে। শ্রীলংকার এখনকার দলের ভরসা ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৯ ম্যাচ খেলেই শিকার করে ফেলেছেন ৩৭ উইকেট। তালিকার পাঁচ নম্বরে যৌথভাবে আছেন সাঈদ আজমল ও টিম সাউদি। ২৩ ম্যাচে ৩৬ উইকেট সাবেক পাকিস্তানি অফ স্পিনার আজমলের, ২৫ ম্যাচে ৩৬টি সাউদির। বিশ্বকাপের ৫০তম উইকেটটি সাকিবের আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্যারিয়ারের ১৪৯তম উইকেট। এই সংস্করণে দেড়শ উইকেট শিকারের কীর্তি আছে কেবল কিউই পেসার টিম সাউদির (১৬৪)

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী হকি দল
পরবর্তী নিবন্ধকানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন রিশাদ হোসেন