প্রথম বৈশাখ এত স্পেশাল হবে ভাবিনি

| রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। প্রথমবারের মতো এ নায়িকা পহেলা বৈশাখ উদযাপন করছেন স্বামী শরিফুল রাজের সঙ্গে, যা ছিল তার জন্য বিশেষ। এমনটাই জানালেন দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে। সেই সঙ্গে বৈশাখের প্রথমদিনে রাজ ও নিকটজনদের সঙ্গে কাটানো দারুণ মুহূর্তগুলোও শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
পহেলা বৈশাখের দিনের হ্যাশট্যাগে ‘প্রেগন্যান্সি বৈশাখ’ লিখে দিয়ে ফেসবুক পোস্টে স্বামী ও অভিনেতা রাজের উদ্দেশে পরী লেখেন, আমাদের প্রথম বৈশাখ, এত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমতো সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর! সে যে কত সব আয়োজন করে ফেললো!
পরী আরও লিখেছেন, আমরা দুজনে মিলে কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। বৈশাখের সকালে ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করবো। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত!
একবার এক ঘাটে ডাব খেতে থামা, তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি। স্বামীকে ধন্যবাদ দিয়ে পরী আরও লেখেন, রাজ, থ্যাংক ইউ! জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি!

পূর্ববর্তী নিবন্ধএই সময়টুকু স্বপ্নের মতো কেটেছে
পরবর্তী নিবন্ধঈদে তাদের ‘পালকি’