প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। গতকাল বুধবার শিরোপা নির্ধারণী সুপার ফোরের শেষ খেলায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড ৩-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। শিরোপা জয়ের লক্ষ্যে এ খেলায় তাদের ড্র করলেই চলতো। তবে তারা ম্যাচ জিতেই শিরোপা উৎসবে মেতেছে।

এর আগে সুপার ফোরের শেষ দিনের প্রথম খেলায় বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব টাইব্রেকারে ৬-৫ গোলে মাদারবাড়ি উদয়ন সংঘকে পরাজিত করে। এ জয়ে বক্সিরহাট লিগে তৃতীয় স্থান অর্জন করলো। মাদারবাড়ি উদয়ন সংঘের খেলোয়াড় মিজানুর রহমান এদিন তার ২২ বছরের খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন। এ কৃতী হকি খেলোয়াড় জেলা দলের পক্ষে এবং ঢাকা লিগেও হকি খেলেছেন।

পরে প্রধান অতিথি তাঁর হাতে ক্রেষ্ট তুলে দেন। এবারের লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের জাতীয় হকি তারকা পুস্কর খীসা মিমো। সেরা গোলরক্ষক হন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের খেলোয়াড় রায়হান, সেরা উদীয়মান খেলোয়াড় চ ব ক ক্রীড়া সমিতি সাদার খেলোয়াড় আরজু, লিগের সুশৃঙ্খল দল হিসেবে শতদল জুনিয়রকে পুরস্কার প্রদান করা হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সিজেকেএস কর্মকর্তা এবং সিজেকেএস কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লিগে বিহঙ্গ একাডেমির জয়
পরবর্তী নিবন্ধনৌবাহিনীর বার্ষিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত