প্রথম বিভাগ ফুটবল লিগের সমাপনী আজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগের সমাপ্তি ঘটবে আজ মঙ্গলবার। লিগের শেষ দিনে এম এ আজিজ স্টেডিয়ামে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে কল্লোল সংঘ এবং কর্ণফুলী ক্লাব। বিকাল ৫টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে শতদল ক্লাব এবং বাকলিয়া একাদশ। খেলা শেষে সন্ধ্যা ৭ টায় পুরস্কার বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধলঙ্কা প্রিমিয়ার লিগে খরুচে আল আমিনের ২ উইকেট