বরাবরের মত এবারে বেশ ভাল দল নিয়ে প্রথশ বিভাগ ফুটবল লিগে খেলতে নেমেছিল বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। কিন্তু শুরু থেকেই ফল পাচ্ছিলনা। আগের তিন ম্যাচে পয়েন্ট হারালেও চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে রেলওয়ে রেঞ্জার্স। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগের গতকালের খেলায় জয় পেয়েছে রেলওয়ে রেঞ্জার্স। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রেলওয়ে রেঞ্জার্স ২-১ গোলে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। এবারের লিগে এটি রেলওয়ে রেঞ্জার্সেল প্রথম জয়। আগের তিন ম্যাচের দুটিতে ড্র করেছিল রেলওয়ে রেঞ্জার্স। একটি ম্যাচে হেরেছিল। শেষ পর্যন্ত চতুর্থ ম্যাচে এসে গতকাল জয়ের ফলে ৪ খেলা শেষে রেলওয়ে রেঞ্জার্সের পয়েন্ট দাড়াল ৫। সমান খেলায় ফিরিঙ্গ বাজার লাকি স্টার ক্লাবের পয়েন্ট মাত্র ২।
শক্তি, সামর্থ্যে এগিয়ে থাকা রেলওয়ে রেঞ্জার্স খেলার শুরু থেকেই গুছিয়ে খেলতে থাকে। আর সে সুবাদে এগিয়ে যেতেও বেশি সময় লাগেনি তাদের। খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় রেলওয়ে রেঞ্জার্স । কিরন শীল গোল করে দলকে এগিয়ে দেন। সতীর্থের শট বারে লেগে ফিরে এলে ফিরতি বলে কিরণ মাথা লাগিয়ে পৌঁছে দেন জালে। রেলওয়ে রেঞ্জার্স এগিয়ে যায় (১-০) গোলে। প্রথমার্ধে আর কোন গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে ব্যবধান দ্বিগুন করে রেলওয়ে রেঞ্জার্স। খেলার ৪৭ মিনিটে ব্যবধান দাঁড়ায় ২-০। কিরণের মাইনাসে শাকিল সুন্দরভাবে আয়ত্বে নিয়ে বল জালে পাঠিয়ে দেন। দুই গোল হজম করা ফিরিঙ্গি বাজার লাকি স্টার ক্লাব খেলার শেষ দিকে কিছুটা প্রাধান্য বিস্তার করে খেলার চেষ্টা করে। আর সে সুবাধে খেলার ৮০ মিনিটে গোল আদায় করে নেয় লাকী স্টার ক্লাব। রেলওয়ে রেঞ্জার্সের গোলমুখে সৃষ্ট জটলা থেকে লাকি স্টার ক্লাবের আলী প্লেসিং শটে বল পাঠিয়ে দেন জালে। ফলে ব্যবধান দাড়ায় ২-১। এরপর রেলওয়ে রেঞ্জার্সের রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল পায়নি লাকি স্টার ক্লাব। ফলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বিজয়ী দলের শাকিল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. সাইফুল আলম খান। আজ লিগে একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৪৫ মিনিটে সে ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা পুলিশ একাদশ এবং রাইজিং স্টার ক্লাব।