কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। গতকাল বুধবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৪ উইকেটে নিমতলা লায়ন্স ক্লাবকে পরাজিত করে। টসে জিতে নিমতলা প্রথমে ব্যাট করতে নামে।
৪৯.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ২০৯ রান সংগ্রহ করে। দলের ওপেনার তাজ সরকার অপরাজিত ১১৮ রান করেন। কিন্তু অন্য সতীর্থরা সুবিধা করতে পারেনি। এদের মধ্যে সাদ্দাম হোসেন জিকো ১৯,মো. সাদেক ১৭ এবং অনিক দে ১১ ছাড়া আর কেউ দ্বি–অংকের ঘরে যেতে পারেননি।
অতিরিক্ত থেকে আসে ১৮ রান। ফিরিঙ্গীবাজার লাকী স্টারের সোহানুর রহমান ৪টি এবং দীন মোহাম্মদ ৩টি উইকেট নেন। জবাবে ফিরিঙ্গীবাজার ৪৫ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২১২ রান তুলে নেয়। দলের মিনহাজুল ইসলাম মেঘ ৫৬,মো. আরিফ অপ.৪০, তালহা জুবায়ের ২২, মাহফুজ হোসেন নাইম ২১,রেদোয়ান হোসেন সিয়াম ১৯,কাজী মো. জুবায়ের ১৪ এবং মিজানুর রহমান ১৩ রান করেন। অতিরিক্ত রান হয় ১৭। নিমতলা লায়ন্স ক্লাবের মো. ইউনুস এবং মো. রবিউল হোসেন ২টি করে উইকেট নেন।