প্রথম দিনে বাফুফে সভাপতি পদে কেউ মনোনয়নপত্র ক্রয় করেননি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

আগাম্যী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে ২৫টি মনোনয়নপত্র কিনেছেন আগ্রহী প্রার্থীরা। তবে সভাপতি পদে কাউকে মনোনয়নপত্র কিনতে দেখা যায়নি। সকাল দশটা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। শুধু সিনিয়র সহসভাপতি পদে একটি, সহসভাপতি পদে চারটি এবং সদস্য পদে ২০টি ফরম বিক্রি হয়েছে। সিনিয়র সহসভাপতি পদে ফরম সংগ্রহ করেছেন বর্তমানে এই দায়িত্বে থাকা ইমরুল হাসান। বাফুফের সাবেক সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। তিনি সদস্যের পাশাপাশি সহসভাপতির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম প্রথমবারের মতো সহসভাপতি পদে একটি ফরম নিয়েছেন। সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি ও ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা সাব্বির আহমেদ আরেফও এই পদের ফরম কিনেছেন। বর্তমান নির্বাহী কমিটির মধ্যে জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, টিপু সুলতানসহ অন্যরা সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন। সদস্য পদে নতুন মুখ হিসেবে মনোনয়নপত্র কিনেছেন সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। সত্যজিৎ দাস রুপু সদস্য পদে মনোনয়ন নিয়েছেন। সদস্য পদে আরও মনোনয়ন নিয়েছেন গত নির্বাচনে সহসভাপতি পদে হেরে যাওয়া আমিরুল ইসলাম বাবু, নোফেল স্পোর্টিংয়ের সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিন রেজওয়ানাসহ আরও কয়েকজন। এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী থানা গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅতীত নয় বর্তমানের দিকে তাকিয়ে সাফল্য চান বাংলাদেশ কোচ