প্রথম দিনে পার ৫১ হাজার গাড়ি, আয় ২ কোটি টাকা

পদ্মা সেতুর ব্যয় উঠে আসবে ২০৫৭ সালে

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

উদ্বোধনের পর চলাচল শুরুর প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজারের বেশি যানবাহন। টোল আদায় হয়েছে ২ কোটি টাকার বেশি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন গতকাল সোমবার সকালে ১৮ ঘণ্টার এই হিসাব জানান। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। রাত ১২টা পর্যন্ত সময়ে মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু পার হয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় এসব যানবাহন দুই কোটি ৯ লাখ টাকা টোল দিয়েছে।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন। ওই প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা প্রান্ত থেকে পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি ঢাকামুখী যানবাহন। সেসব বাহন ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল দিয়েছে। সব মিলিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে, যা থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। আবুল হোসেন বলেন, কত টোল আদায় হচ্ছে, সেসব বিস্তারিত তথ্য আমরা ওয়েবসাইটে দিয়ে দেওয়ার কথা ভাবছি। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পদ্মা সেতু উদ্বোধন করার পর রোববার তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সেতু চালুর প্রথম দিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহন নিয়ে ভিড় করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল। এছাড়া ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকও পার হয়ে সেতু দিয়ে।

রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। এরপর অতিরিক্ত চাপ এবং ঝুঁকি বিবেচনায় গতকাল সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সেতু কর্তৃপক্ষ।

ব্যয় উঠে আসবে ২০৫৭ সালে : টোল আদায়ের মাধ্যমে ২০৫৭ সাল নাগাদ পদ্মা সেতু নির্মাণের ব্যয় উঠে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু চালুর পরদিন গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছেন। সেতু উদ্বোধনের আগে ওবায়দুল কাদের বলেছিলেন, এই অর্থ সেতু বিভাগকে ধার দিয়েছে সরকার। আগামী ৩৫ বছরে ৩৬ হাজার কোটি টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।

সংসদে সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায়কৃত টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সে হিসেবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে আসবে।

সংসদে আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক : যান চলাচলের জন্য খুলে দেওয়ার দ্বিতীয় দিনে পদ্মা সেতু পার হওয়ার পর ঢাকামুখী একটি পেঁয়াজ ভর্তি ট্রাক উল্টে ৪ জন আহত হয়েছেন। গতকাল বিকালে মাওয়া প্রান্তে সেতু থেকে নামার পর পেঁয়াজবাহী পিকআপটি দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনাস্থলে ওই সময় আরেকটি দুর্ঘটনা ঘটে; সেতু কর্তৃপক্ষের একটি টহল জিপকে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকের গলায় জুতার মালা তদন্তে মাউশি
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর বিরোধীদের চিহ্নিত করা দরকার : হাই কোর্ট