সারাদেশের মতো চট্টগ্রামেও করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে চট্টগ্রামের জেলা ও নগরে ৪ হাজার ৫৯৮ জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার ২ হাজার ৫৩৫ জন এবং নগরীতে ২ হাজার ৬৩ জন টিকা নেন। অপরদিকে প্রথম দিনে সারা দেশে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। দেশে মহামারীর আরও বিস্তারের মধ্যে গতকাল একই সঙ্গে ১৪ হাজার ৮০৪ জনকে প্রথম ডোজও দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রথম ডোজ নিয়েছেন। এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ছাড়া নগরীর ২০৬৩ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯৪৬ জন, চসিক জেনারেল হাসপাতাল থেকে ৫৪৪ জন, মোস্তফা হাকিম হাসপাতাল থেকে ১৩৯ জন, বন্দরটিলা হাসপাতাল থেকে ১১৬ জন, সাফা মোতালেব হাসপাতাল থেকে ৮৩ জন, নৌবাহিনী হাসপাতাল থেকে ৩৫ জন, বিমান বাহিনী হাসপাতাল থেকে ১৪৫ জন, সিএমএইচ থেকে ৫৫ জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
জেলার লোহাগাড়ায় ৭২ জন, রাঙ্গুনিয়ায় ১৩৬ জন, ফটিকছড়িতে ৫০ জন, বাঁশখালীতে ৯১ জন, আনোয়ারায় ৩১৪ জন, সীতাকুণ্ডে ১১৭ জন, সাতকানিয়ায় ১১১ জন, রাউজানে ১৬২ জন, মিরসরাইয়ে ৭৮৬ জন, চন্দনাইশে ৭৫ জন, বোয়ালখালীতে ১৫৯ জন, হাটহাজারীতে ১৩১ জন, পটিয়ায় ৩৩২ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া হয়। গত বুধবার পর্যন্ত মোট ৪ লাখ ৩৩ হাজার ৯৬৫ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে রয়েছে সিটি করপোরেশন এলাকায় ২ লাখ ৪১ হাজার ৭৯৭ জন ও জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৯২ হাজার ১৬৮ জন। সিভিল সার্জন কার্যালয় আরো জানায়, মজুদ ৫০ হাজার ১৩০ ডোজ টিকা নিয়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় টিকাদান কর্মসূচি। আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসছে।
জানা গেছে, করোনার দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে ক্ষুদেবার্তা পাঠানো হচ্ছে। কেউ ক্ষুদেবার্তা না পেলে প্রথম ডোজ দেয়ার আট সপ্তাহ পূর্ণ হওয়ার পর কার্ড নিয়ে কেন্দ্রে গেলে তাকে টিকা দেয়া হবে।
এদিকে করোনার প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের মাধ্যমে চট্টগ্রামে এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান,বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরী, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করোনার দ্বিতীয় ডোজ এর টিকা গ্রহণ করেন।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, শুক্রবার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার ফের চালু হবে। পর্যাপ্ত টিকা মজুদ আছে।