হঠাৎ করেই ঘোষনাটা আসল। বাংলাদেশ দলের জন্য নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। গতকাল ঢাকায় পা রেখেছেন তিনি। দুপুরে বিমান বন্দরে নেমেই সোজা চলে আসেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। যেখানে তখন চলছিল বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির জন্য ম্যাচ। আর প্রথম দিন এসেই তিনি পরখ করলেন সবকিছু। পরিচিত হলেন সবার সাথে। আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন শ্রীরামকে নিয়োগ দেয়া হয়েছে মূলতঃ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পারফরম্যান্সে উন্নতি ঘটানোর জন্য। শ্রীরাম যখন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছান, তখন মাঠে চলছিল বিসিবি রেড এবং বিসিবি গ্রিন দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ। বিসিবি রেড দলের হয়ে খেলছিলেন, এশিয়া কাপের জন্য ঘোষিত দলটির ক্রিকেটাররা। আর গ্রিন দলের হয়ে খেলেন জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটাররা। শ্রীধরণ শ্রীরাম মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেই প্রথমে সাক্ষাৎ করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে। এরপর সাক্ষাৎ করেন নির্বাচকদের সঙ্গে। প্রধান নির্বাহী এবং নির্বাচকদের সঙ্গে আনুষ্ঠানিকতা সেরেই ড্রেসিংরুমে প্রবেশ করেন শ্রীরাম। সেখানে বসেই তিনি প্রস্তুতি ম্যাচের বাকি অংশ পুরোটা দেখেন। ম্যাচের শেষ পর্যন্ত সেখানে থাকেন তিনি। খেলা শেষে ক্রিকেটাররা ড্রেসিং রুমে এসে প্রবেশ করলে তাদের সঙ্গে করমর্দন করে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। এরপর বিসিবির টিম ডিরেক্টর এবং পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বেশ কিছুক্ষন আলোচনা করেন। এ সময় কোচিং স্টাফদের অন্য সদস্যরাও এসে যোগ দেন সে আলোচনায়। জেমি সিডন্স, রঙ্গনা হেরাথ এবং টেকনিক্যাল ম্যানেজার নাফিস ইকবালরা ছিলেন সে আলোচনায়। গতকাল শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। গত শনিবার দলীয় অনুশীলনের প্রথম দিন থাকলেও গতকাল প্রস্তুতি ম্যাচ চলাকালে মাঠে ছিলেন না তিনি। হোটেলেই সময় কেটেছে তার। আজ সোমবার কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। এরপরই কার কোন দায়িত্ব সেটা বুঝিয়ে দেওয়া হবে। নির্ধারিত হবে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভাগ্যও। আগেই বলা হয়েছিল বর্তমান হেড কোচ রাসেল ডোমিঙ্গোর দায়িত্ব হতে পারে শুধু টেস্ট এবং ওয়ানডেতে। টি-টোয়েন্টি সামলাবেন এই শ্রীধরন শ্রীরাম।