প্রথম ডোজের পরই ৮০ শতাংশ কার্যকর ফাইজার ও মডার্নার ভ্যাকসিন

| বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

ফাইজার এবং মডার্না উদ্ভাবিত করোনার ভ্যাকসিন দুটি প্রথম ডোজ নেয়ার পরই সংক্রমণের বিরুদ্ধে ৮০ শতাংশ কার্যকর। দুই সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যেই এই কার্যকারিতা শুরু হয় বলে যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে। আর ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর সংক্রমণের ঝুঁকি ৯০ শতাংশ কমে যায় বলে ওই গবেষণায় উঠে আসে। গবেষণার জন্য প্রায় ৪ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে গণতন্ত্রের দাবি মিস গ্র্যান্ড মিয়ানমারের
পরবর্তী নিবন্ধআটকা পড়া জাহাজ মুক্ত ফের সচল সুয়েজ খাল