আর কদিন পরই দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। এরই মধ্যে শুরু হয়ে গেছে সে সিরিজের প্রক্রিয়া। আগের দিন ঢাকায় পৌছা শ্রীলংকা ক্রিকেট দলের সদস্যরা কোয়ারেন্টাইনে আছে সোনারগাঁ হোটেলে। আজ থেকে একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও। তার আগে হবে দুই দফা করোনা পরীক্ষা। যার প্রথমটি সম্পন্ন হয়েছে গত রোববার। সেই টেস্টে বা্ংলাদেশ দলের সব সদস্যই নেগেটিভ। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে গত শনি ও রোববার মোট ৩১ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। আশার খবর সেখানে সবাই করোনা নেগেটিভ। কারও পজিটিভ নেই।
গতকাল সোমবার আরও একবার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই দ্বিতীয় ও শেষ টেস্টে নেগেটিভ হওয়া ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফরা সুরক্ষা বলয়ের ভেতরে থাকবেন। শেষ টেস্টে নেগেটিভ হওয়া সবাই আজ মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেবেন এবং তারপর হোটেলে গিয়ে উঠবেন। এদিকে আসন্ন সিরিজটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। ওয়ানডে সিরিজ শুরুর আগেই এটিকে কমিয়ে আনা হবে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে। তবে সহসাই ঘোষণা হচ্ছে না ১৬ জনের মূল স্কোয়াড। আগামী ২০ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মূলত প্রস্তুতি ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে পরখ করে নেয়ার ইচ্ছা নির্বাচকদের। আর তার পর দল ঘোষণা করা হবে। আগামী ২৩ মে মাঠে গড়াবে সিরিজ।