প্রথম জয়ের দেখা পেল বন্দর ক্রীড়া সংস্থা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা একাদশ এবং শতদল ক্লাব। দু দলই এরই মধ্যে লিগে কোন ম্যাচ জিততে পারেনি। তাই গতকাল এই দুই দলের লড়াইয়ে জয়টাই ছিল মুখ্য। আর সে জয়টা চেয়েছিল দু দলই। যেখানে স্টেডিয়াম পাড়ার দল শতদল ক্লাব হেরে গেছে অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা একাদশের কাছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বন্দর ক্রীড়া সংস্থা ২০ গোলে হারিয়েছে শতদল ক্লাবকে। আগের তিন ম্যাচের একটিতেও না জিতলেও কোন ম্যাচে হারেনি শতদল ক্লাব। সবগুলো ম্যাচই ড্র করেছিল শতদল। কিন্তু গতকাল এসে প্রথম জয়ের পরিবর্তে প্রথম হারের স্বাদ পেল। আর বন্দর ক্রীড়া সংস্থা পেল প্রথম জয়ের স্বাদ।

বৃষ্টি ভেজা মাঠে অনেকটা নিষ্প্রাণ ফুটবলই খেলেছে দু দল। প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দুটি গোল আদায় করে নেয় বন্দর ক্রীড়া সংস্থা। দ্বিতীয়ার্ধে শতদল ক্লাব গোল পরিশোধের কিছুটা চেষ্টা করলেও তাতে সফল হতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। খেলার শুরু থেকেই দু দলই বল দখলে রেখে খেলার চেষ্টা করে। ফলে বেশিরভাগ সময়ই বল ছিল মাঝমাঠে। গোলের তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি কোন দলই। দুর থেকে দু একটা শট নিয়েছেন বটে তা থেকে গোল আসেনি। খেলার ৩৪ মিনিটে প্রথম গোল আদায় করে নেয় বন্দর ক্রীড়া সংস্থা। ডি বক্সের বাইরে থেকে আরিফের বাড়ানো বল ধরে দারুণ এক প্লেসিং শটে বল জালে পাঠান ইনামুল ইসলাম গাজি। এগিয়ে যায় বন্দর ক্রীড়া সংস্থা। সে গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে বন্দর ক্রীড়া সংস্থা। এবার ডানপ্রান্ত দিয়ে আক্রমণ। হাবিব উল্লার নিখুঁত মাইনাস থেকে কোনাকোনি শটে বল জালে পাঠিয়ে এবার বন্দর দলকে উল্লাসে মাতান আরিফ। প্রথম গোল করানোর পর এবার নিজেই গোল করলেন আরিফ। সে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। বিরতি থেকে ফিরে গোল পরিশোধের জণ্য মরিয়া হয়ে খেলতে থাকে শতদল ক্লাব। আক্রমণও করেছিল তারা। কিন্তু গোল পোস্টের সামনে থেকে যেসব নিয়েছে শতদল ক্লাবের স্ট্রাইকাররা সে সব শট চলে গেছে সাইডবারের এপাশ আর ওপাশ দিয়ে। দ্বিতীয়ার্ধেও মাঝে মাঝে আক্রমণে উঠেছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। এই জয়ের ফলে চার ম্যাচে বন্দর দলের পয়েন্ট চার। আর সমান ম্যাচে শতদল ক্লাবের পয়েন্ট তিন। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির হাবিবুল্লাহ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবু জাহেদ। আজ বিকাল ৩.১৫ টায় মুখোমুখি হবে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব। এবারের লিগে এখনো পর্যন্ত অপরাজিত এই দু দল। যদিও কিষোয়ান স্পোর্টিং ক্লাব কোন পয়েন্ট হারায়নি। অপরদিকে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এক ম্যাচ ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে। তাই আজকের দুই অপরাজিত দলের লড়াইয়ে কোন দল হারে বা জিতে সেটাই এখন দেখার বিষয়। এই ম্যাচে জিতলে শিরোপা জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবে কিষোয়ান স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমস আর্চারির পুরুষ দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিসিএল ১ম ফিদে র‌্যাপিড দাবা টুর্নামেন্ট সম্পন্ন