প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কানছা শেরপার মৃত্যু

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

পর্বতারোহীদের প্রথম যে দলটি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হয়েছিল, তার জীবিত শেষ সদস্য কানছা শেরপা মারা গেছেন। ৯২ বছর বয়সে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত কিছুদিন ধরে কানছা বেশ অসুস্থ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। খবর বিডিনিউজের।

১৯৫৩ সালে এডমুন্ড হিলারি ও তেনজিং নরগের ঐতিহাসিক অভিযাত্রায় যুক্ত হয়েছিলেন কানছা, সেসময় তার বয়স ছিল মাত্র ১৯। এ দল এভারেস্ট জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। পাহাড়ে অভিযানের পূর্ব অভিজ্ঞতা না থাকার পরও তিনি হিলারিনরগের ৩৫ সদস্যের দলে পোর্টার (পর্বতারোহীদের সহকারী) হিসাবে যোগ দেন এবং টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা কঠিন যাত্রায় খাদ্য, তাঁবু ও বিভিন্ন সরঞ্জাম বহন করে বেইজ ক্যাম্প পর্যন্ত পৌঁছান। তিনি ছিলেন সেই তিন শেরপার একজন যারা শেষ পর্যন্ত ৮ হাজার মিটার উচ্চতা পাড়ি দিতে পেরেছিলেন। পরবর্তীতে যে নেপালিরা পাহাড়ি গাইড হিসেবে কাজ করেছেন তাদের কাছে কানছা ছিলেন কিংবদন্তি ও অনুপ্রেরণার উৎস।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে : জাতিসংঘ