‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করায় প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াবের সভাপতি এ কে আজাদ, নোয়াবের সহসভাপতি শহীদুল্লাহ খান বাদল, যুগান্তর ও যমুনা টেলিভিশনের পরিচালক শামীম ইসলাম, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং সাপ্তাহিক কাউন্টার পয়েন্ট পত্রিকার সম্পাদক জাফর সোবহান।
এছাড়া বক্তব্য রাখেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। প্রেস বিজ্ঞপ্তি।