প্রত্যয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘আলোর সন্ধানে’ স্মরণিকার মোড়ক উন্মোচন গত ২১ নভেম্বর প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিনিয়র সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব মিলন কান্তি দে, শিক্ষাবিদ অধ্যাপক আবু তৈয়ব, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডা. এ কে এম নাসির উদ্দিন, পটিয়া সরকারি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, ডা. সাখাওয়াত হোসেন হিরু, অধ্যাপক ভগীরৎ দাশ, আব্দুল হাকিম রানা, সিরাজুল মোস্তাফা রাজু, আনোয়ার হোসেন, প্রমোদ দাস, এরশাদ হোসাইন, শিবু মল্লিক, নিতাই পদ নাথ, জয় শীল, হৈমন্তী দে প্রমুখ। সভাপতিত্ব করেন একাডেমির নির্বাহী সদস্য এস.এম. হারুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
শেষে অতিথিরা আলোর সন্ধানে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রত্যয়ের শিক্ষার্থীরা দলীয় নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












