‘পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির’, জীবনের আগে জীবিকা নয়’এই প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ ড্রাইভিং ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা গত মঙ্গলবার দক্ষিণ পতেঙ্গা এসএপিএল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিএমপি ট্রাফিক বন্দর বিভাগের সহযোগিতায় ও এসএপিএলের আয়োজনে এতে অংশগ্রহণ করেন সিটিএসএল ও মালিক সমিতি নিয়োজিত ড্রাইভার ও হেলপারবৃন্দ। মাঈনুল হকের সভাপতিত্বে ও তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কাটগড় টিআই সুশোভন চাকমা। বিশেষ অতিথি ছিলেন টিআই এয়ারপোর্ট আব্দুল রউফ। উপস্থিত ছিলেন পতেঙ্গা প্রাইম মোভার মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, পতেঙ্গা প্রাইম মোভার মালিক সমিতির সভাপতি হাজী মো. হারুন, চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হুমায়ুন কবির, মো. সেলিম খান। বক্তারা বলেন, প্রত্যেকটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারকে অসহায় করে তোলে। লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানো, অ–অনুমোদিত ও ফিটনেস বিহীন গাড়ি, রোড সংকেত না মানা, পথচারীদের বেপরোয়া চলাফেরা, জেব্রাক্রসিং না মানা, ফুটওভার ব্রীজ ব্যবহার না করা সর্বোপরি চালকদের বেপরোয়া গাড়ি চালানো সড়ক দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। কিছু কিছু চালকদের পাল্লাপাল্লি এবং কার আগে কে যাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গাড়ি চালানোর কারনেও সড়ক দুর্ঘটনা প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। চালকের বিরামহীন গাড়ি চালানোও সড়ক দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।