প্রত্যন্ত অঞ্চলে চক্ষু সেবা পৌঁছে দিতে হবে

লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর স্বাস্থ্য ক্যাম্পে জেলা গভর্নর

| শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলী এবং লিও ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর যৌথ উদ্যেগে রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরীর বলেন, লায়নদেরকে প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে চোখের সেবা পৌঁছে দিতে হবে, স্বাস্থ্য সুরক্ষায় রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা নির্ণয় অত্যন্ত জরুরি। এছাড়াও, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা অপরিসীম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সভাপতি লায়ন হেলাল উদ্দিন, লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন তীর্থংকর বড়য়া, লায়ন গাজী লোকমান হোসেন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, নৌ মন্ত্রণালয়ের (চট্টগ্রাম) পরিচালক সুমন বড়ুয়া, ডা. অনন্ত বড়ুয়া, লিও ক্লাব সভাপতি লিও সৌরভ বড়ুয়া, লিও তাজেক, লিও মাহমুদ, লিও আয়েশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআগামীতেও রাউজানবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই