প্রতীক্ষিত সম্মেলন আজ

সভাপতি ও সম্পাদক পদে ৫২ প্রার্থী

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

দীর্ঘ ৪৫ বছর পর আজ পটিয়া আদর্শ স্কুল মাঠে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৭২ সালের নভেম্বর মাসে যুবলীগ গঠিত হওয়ার পর উৎসবমুখর পরিবেশে এটিই যুবলীগের প্রথম সম্মেলন বলে জেলা নেতৃবৃন্দ জানান। জানা যায়, গত ২৬ মার্চ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক কমিটির জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। এতে সভাপতি পদের জন্য ১৩ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৩৯ জনের আবেদন জমা পড়ে। এসব আবেদন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই শেষ করেছেন দায়িত্বপ্রাপ্তরা।
সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, কেন্দ্রীয় আ.লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আ.লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি, কেন্দ্রিয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম আলম সহ কেন্দ্রীয় আ.লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও সঞ্চালক থাকবেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। এ বিষয়ে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা যুবলীগের সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেন, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ঝাঁকঝমকপূর্ণভাবে এ সম্মেলনে অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ, ত্রিপিটক পাট ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর পর পুষ্পমাল্য অর্পণ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হবে।
সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ ফারুক, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, দক্ষিণ জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড় উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম দিদার, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক মেম্বার এম এ রহীম, এম এ রহিম, সাবেক ছাত্রলীগ নেতা মো. মাঈনুদ্দিন, শফিউল আজম শেফু, আকতার হোসেন।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. সাইফুল ইসলাম, বেসরকারি কারা পরির্দশক আবদুল হান্নান লিটন, দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আ.ন.ম. ফরহাদুল আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মহিউদ্দিন মহি, আবু সাদাত সায়েম, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার, মো. জহেদ, মো. আজিজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেলিং ভেঙে নিচে পড়ল নিয়ন্ত্রণ হারা ট্রাক
পরবর্তী নিবন্ধতারেককে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে