নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইম নাট্যকলা বিভাগের নতুন প্রযোজনা ‘প্রতীক্ষা অন্তহীন…’ নাটকের মঞ্চায়ন হবে আজ শনিবার। স্যামুয়েল বেকেটের লেখা কালজয়ী নাটক ‘ওয়েটিং ফর গডো’ এর অনুবাদ এই নাটক। অনুবাদ করেছেন কবীর চৌধুরী। গতানুগতিক ধারার বাইরের সংলাপ বুননে এ নাটক হয়ে উঠেছে কালোত্তীর্ণ ট্র্যাজি কমেডি। এটি ফেইম নাট্যকলা বিভাগের ২৬তম প্রযোজনা। রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এর মঞ্চস্থ হবে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন অসীম দাশ। মঞ্চে থাকবেন মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, ফরহাদ হোসেন, পূজা বিশ্বাস। নাটকের প্রবেশ পত্র পাওয়া যাবে শো এর পূর্বে হল কাউন্টারে।