প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

চট্টগ্রামে ১৬ আসনে ১১৩ প্রার্থী পেলেন প্রতীক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের মাঠের লড়াই শুরু হয়েছে। যাচাইবাছাই ও প্রত্যাহার শেষে চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র মিলে ১১৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ছিল চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনের তিনজন রিটার্নিং অফিসার সকাল থেকে সংশ্লিষ্ট আসনের ১১৩ জন চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থী এবং কর্মীসমর্থকদের মাঝে নির্বাচনী উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আজ থেকে আনুষ্ঠানিক প্রচারপ্রচারণার এই উৎসব ছড়িয়ে পড়বে শহরের রাজপথ থেকে অলিগলি হয়ে প্রত্যন্ত গ্রামীণ জনপদে। প্রতীক বরাদ্দ উপলক্ষে গতকাল সকল থেকে তিন রিটার্নিং অফিসারের কার্যালয় প্রার্থী এবং তাদের কর্মীসমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। নগরীর তিনটি সংসদীয় আসন এবং নগরীর সাথে সংশ্লিষ্ট অপর আরও দুটিসহ মোট ৫টি আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অপরদিকে জেলার ১০ আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

চট্টগ্রামে ১৬ আসনে ১১৩জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ :

চট্টগ্রাম(মীরসরাই) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা যে প্রতীক পেলেনবিএনপির প্রার্থী নুরুল আমিনকে দেয়া হয় দলীয় প্রতীকধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমানকে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেনকে লাঙ্গল, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরীহাত (পাঞ্জ), জাতীয় সমাজতান্ত্রিক দলজেএসডির একেএম আবু ইউছুপতারা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিমআপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরীহাতপাখা।

চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনকে দেয়া হয় দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, জনতার দলের প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলীকলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদএকতারা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. জুলফিকার আলী মান্নানহাতপাখা, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতারহরিণ, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবিরফুটবল, গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানট্রাক।

চট্টগ্রাম(সন্দ্বীপ) আসনে আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৪ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশাকে দেয়া হয় দলীয় প্রতীকধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীনকে দেয়া হয় দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী মোয়াহেদুল মাওলাফুটবল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনহাতপাখা।

চট্টগ্রাম(সীতাকুণ্ড ও চসিক একাংশ) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীকে দেয়া হয় দলীয় প্রতীকধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিককে দেয়া হয়দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রার্থী মো. শহীদুল ইসলাম চৌধুরীএকতারা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি প্রার্থী মো. মছিউদৌলাকাস্তে, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলমমাথাল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদবই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলাহাতপাখা, গণ অধিকার পরিষদের এটিএম পারভেজট্রাক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলামোমবাতি।

চট্টগ্রাম(হাটাহাজারী ও চসিক একাংশ) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেয়া হয় দলীয় প্রতীকধানের শীষ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীনকে রিঙা, বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিনআনারস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতি উল্লাহ নূরীহাতপাখা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলামচেয়ার, স্বতন্ত্র মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদফুটবল। চট্টগ্রাম(রাউজান) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৪জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দেয়া হয়েছে দলীয় প্রতীকধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান মঞ্জুকে দেয়া হয়েছে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদারমাথাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরীমোমবাতি।

চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীকে দেয়া হয়েছে দলীয় প্রতীকধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম রেজাউল করিমকে দেয়া হয়েছে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদলাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছানমোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল্লাহ আল হারুনহাতপাখা, আমার বাংলাদেশ পার্টির আব্দুর রহমানঈগল, গণ অধিকারের মো. বেলাল উদ্দীনট্রাক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়াকাস্তে।

চট্টগ্রাম(বোয়ালখালী ও চসিক একাংশ) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে দেয়া হয়েছে দলীয় প্রতীকধানের শীষ, এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে দেয়া হয়েছে দলীয় প্রতীকশাপলা কলি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবু নাছেরকে দেয়া হয়েছে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হকআপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলমপাতপাখা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসানমোমবাতি। চট্টগ্রাম(কোতোয়ালী) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১০ জন। গতকাল বৈধ প্রার্থীদের মাঝে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ দেন। যারা যে প্রতীক পেলেনবিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানকে দেয়া হয়েছে দলীয় প্রতীকধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হককে দেয়া হয়েছে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফকে দেয়া হয়েছে দলীয় প্রতীকমাথাল, নাগরিক ঐক্যের প্রার্থী মো. নুরুল আবছার মজুমদারকে দেয়া হয়েছে দলীয় প্রতীক কেটলি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মো. শফি উদ্দিন কবির কাঁচি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদচেয়ার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ নঈম উদ্দীনআপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুস শুক্কুর হাতপাখা, জনতার দল মো. হায়দার আলী চৌধুরীকলম, জাতীয় সামজতান্ত্রিক দলজেএসডির আবদুল মোমেন চৌধুরীতারা।

চট্টগ্রাম১০ (পাহাড়তলীডবলমুরিংহালিশহর) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন। গতকাল রিটার্নিং অফিসার এই আসনের চূড়ান্ত প্রার্থীদের মাছে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানকে দেয়া হয়েছে দলীয় প্রতীকধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জমান হেলালীকে দেয়া হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আসমা আকতারকাঁচি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লিয়াকত আলীচেয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জান্নাতুল ইসলামহাতপাখা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুনআপেল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলীফুটবল, লেবার পার্টির প্রার্থী মো. ওসমান গণিআনারস।

চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১১ জন। গতকাল এই ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বরাদ্দ দেয়া হয়েছে দলীয় প্রতীকধানের শীষ, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ শফিউল আলমকে বরাদ্দ দেয়া হয়েছে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, জাতীয় পার্টির প্রার্থী আবু তাহেরকে বরাদ্দ দেয়া হয়েছে দলীয় প্রতীকলাঙ্গল, বাসদ (মার্কসবাদী) দীপা মজুমদারকাঁচি, গণফোরামের উজ্জল ভৌমিকউদীয়মান সূর্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহেরচেয়ার, বাসদের মো. নিজামুল হক আল কাদেরীমই, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আজিজ মিয়াআপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নুর উদ্দিনহাতপাখা, গণঅধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনট্রাক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়াসূর্যমুখী ফুল।

চট্টগ্রাম১২ (পটিয়া) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হককে দেয়া হয় দলীয় প্রতীকধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলমকে দেয়া হয় দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এসএম বেলাল নূরহাতপাখা, জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরীলাঙ্গল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু তালেব হেলালীআপেল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারুমোমবাতি, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাাইনফুটবল।

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে দলীয় প্রতীকধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানকে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনএনডিএমের মোহাম্মদ এমরানসিংহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহানমোমবাতি, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীট্রাক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফাআপেল, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরীলাঙ্গল।

চট্টগ্রাম১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে দলীয় প্রতীক ধানের শীষ, এলডিপির প্রার্থী ওমর ফারুককে দলীয় প্রতীকছাতা, জাতীয় পার্টির বাদশা মিয়াকেলাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌ. মো. সোলাইমানমোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল হামিদহাতপাখা, স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সবেক সহ সভাপতি মোহাম্মদ মিজানুল হক চৌধুরীফুটবল, স্বতন্ত্র শফিকুল ইসলাম রাহীমোটর সাইকেল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছআপেল।

চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীকে দলীয় প্রতীকদাঁড়িপাল্লা, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমীনকে দলীয় প্রতীকধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরীকেহাতপাখা প্রতীক বরাদ্দ দেয়া হয়। চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনের বৈধ প্রার্থীর সংখ্যা ৭জন। গতকাল রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরীকে দলীয় প্রতীকধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলামকে দলীয় প্রতীকদাাঁড়িপাল্লা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মালেকচেয়ার, স্বতন্ত্র মোহাম্মদ লেয়াকত আলীফুটবল, বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হকহারিকেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহহাতপাখা, গণঅধিকার পরিষদের আরিফুল হকট্রাক।

প্রার্থীদের প্রচারণা : বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী সকাল সাড়ে ১০ টায় কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন কদমতলী মোড় হতে গণসংযোগ শুরু করবেন। সেখান থেকে তিনি মাদারবাড়ি ডিটি রোড হয়ে, দুই নং গলি হয়ে যোগীচাঁদ মসজিদ লেইন থেকে পানির টাংকি হয়ে মাঝিরঘাট রোড, সেখান থেকে মরিচ্চাপাড়া থেকে স্টেশন কলোনীর সামনে। সেখান থেকে নালাাপাড়া হয়ে কামাল গেইট, দারোগাহাট, মালুম মসজিদ হয়ে বাংলাপাড়া রোড সাহেব পাড়া পর্যন্ত গণসংযোগ করবেন।

এদিকে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান দুপুর আড়াইটায় নাসিমন ভবন দলীয় কার্যালয় থেকে তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করবেন। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ তাঁর নির্বাচনী এলাকা চান্দগাঁও থেকে প্রচারণা শুরু করবেন। চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে এবার ১১৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রচারণায় প্রার্থীদের যা মানতে হবে
পরবর্তী নিবন্ধঅভিযোগ গঠনের শুনানি শুরু