প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীরা

বাহারছড়া ইউপির উপনির্বাচন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের প্রতিটি গ্রামে এবং পাড়া মহল্লা ও দোকানে চলছে নির্বাচন নিয়ে আলোচনা ও প্রচারণা। দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর ৭ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থীর একজন আপিল করলেও এখনো কোনো সুরাহা হয়নি বলে জানা যায়।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (টেবিল ফ্যান), মোহাম্মদ জসীম উদ্দিন (আনারস), মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিঙা), দেলোয়ার আজিম (টেলিফোন), মোহাম্মদ নাছির উদ্দিন খান (ঢোল), মামুনুর রশীদ চৌধুরী (মোটরসাইকেল), সাদুর রশিদ চৌধুরী (চশমা)। প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রচারপ্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে উপ নির্বাচনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে ও তার মধ্যে যাচাইবাছাইকালে প্রার্থী জয়নাল আবেদীন ঝুন্টু, ও তৌহিদুল ইসলাম সিকদার নামে দুই জনের প্রার্থিতা বাতিল করে কমিশন। তাদের মধ্যে জয়নাল আবেদীন প্রার্থীতা ফিরে পেতে কমিশনে আবেদন করলে তা এখন ফিরে পায়নি। অপরদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু এবং বিএনপি নেতা মোহাম্মদ ওসমান স্বেচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশ গবেষণা প্রশিক্ষণে মহেশখালীর ১১ ক্ষুদে বিজ্ঞানীর সফলতা
পরবর্তী নিবন্ধবিডিআর বিদ্রোহ নিয়ে রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ : হাছান