প্রতিষ্ঠার দেড়শ বছর পর পাচ্ছে ১২ তলা ভবন

কক্সবাজার পৌরসভা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠার প্রায় ১৫৪ বছর পর ১২ তলা বিশিষ্ট আধুনিক দৃষ্টিনন্দন মাল্টিপারপাস বহুতল ভবন পেতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা। গতকাল বুধবার সকালে পৌরসভার সামনে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র মুজিবুর রহমান।

মেয়র মুজিব জানান, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নেস প্রজেক্ট (ইউডিসিজিপি) প্রকল্পের আওতায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। নির্মিতব্য নতুন ভবনের সবগুলো ফ্লোরে পৌরসভার নাগরিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থাকবে। ইতোমধ্যে বুয়েটের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে ভবনের নকশা তৈরিও শেষ হয়েছে। তিনি বলেন, চারপাশে সবুজে ভরা আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ একটি গ্রিন বিল্ডিং হবে কক্সবাজার পৌরসভার এই নতুন ভবন। ভবনের কাজ সম্পন্ন হতে সময় লাগবে দেড় থেকে দুই বছর।

ফলক উন্মোচনকালে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সারোয়ার সালাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাংবাদিক তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, প্যানেল মেয়র২ হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এম এ মনজুর, প্যানেল মেয়র৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর আক্তার কামাল, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সাহাব উদ্দিন সিকদার, জাহেদা আক্তার, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা ও প্রকল্প সমন্বয়কারী প্রকৌশলী শামীমা ফেরদৌস দীনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৮৬৯ সালে কক্সবাজার পৌরসভা প্রতিষ্ঠা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ও লোহাগাড়ায় হাতির আক্রমণে নিহত ২
পরবর্তী নিবন্ধযুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ