প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের নানা কর্মসূচি

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ আগস্ট পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সিডিএ মার্কেট থেকে শুরু হয়ে এ কে খান মোড়ে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুজ্জামান পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল মির্জার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিফাত হোসেন শাকিল। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন,আকবর হোসেন মানিক, মো.রাসেল খান। প্রধান অতিথি বলেন, বিএনপি কে ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ।ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র তত ঘনীভূত হচ্ছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপস্থিত ছিলেন ইফতেখার উদ্দিন বশর, মো. শামছুল হক রানা মির্জা, মোহাম্মদ সুমন, আবুল কালাম আজাদ রাকিব, তুষার আলম, মো. দিদারুল আলম, মোহাম্মদ সেলিম, মাহবুব হোসেন, মোহাম্মদ মিন্টু,জামিউল ইসলাম জীবন, হাবিবুর রহমান মানিক, হারুন আর রশিদ সুমন, আল গোলাম রাব্বি, মো.নজরুল ইসলাম প্রমুখ।

বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দল : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার পরিছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাকলিয়া থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. দুলালের সঞ্চালনায় ও থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া। উপস্থিত ছিলেন নোমান সিকদার সোহাগ,জাফর হোসেন রনি, মো. দুলাল, মো. শামীম আহমেদ, মো. মাসুদুল ইসলাম লিটন, মো. মহিউদ্দিন রনি, মো. জামসেদ, মো. দেলোয়ার হোসেন, ইব্রাহিম সোহেল, মো.বাপ্পি, মো. সালাউদ্দিন, মো. ইসমাইল, মো. মহরম আলী, মো. সবুজ, মো. ইমরান খান, মো.জীবন, মো. ওসমান, মো. জহির, মো. আলআমীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিএনপি কে ক্ষমতা আনতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে,নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র তত ঘনীভূত হচ্ছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বেচ্ছাসেবক দল : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় নগরীর চৈতন্য গলি পদাতিক ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁন এবং সঞ্চালনা করেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদ। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন রাশেদ, সাবেক সহসভাপতি হারুন আল রশিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন ও নুহ গাজী সেলিম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ জহির এবং সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রায় ১ হাজার গরিবঅসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং ৫০০ গাছ রোপণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদল নেতা কায়সার হাসান সোহেল, আলী হাসান খাঁন, আবু কালাম, মো. মিঠু, মো. সাইফু, আব্দুস সালাম, মোহাম্মদ ইমরান, মো. ফয়সাল, আলী আক্কাস খাঁন, সাইদুল ইসলাম ফয়সাল, মোহাম্মদ মিজানুর রহমান রাজিব, মো. রাজু, মো. ইমরান শরীফ, মোহাম্মদ আসিফ, মো. সেলিম, নাছির, হাসান উল্লাহ, মো. পারভেজ, সানি, আশরাফুল ইসলাম অনিক, কোকন, জাকির, মো. রবি, রাজু, শফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন
পরবর্তী নিবন্ধএলোহার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা