অরুন্ধতী, তোমাকে বলছি–
যদি কখনো বসন্ত এসে ধরা দেয়
শীতের পাতা ঝরার শব্দে কাতর
নিঃসঙ্গ কোনো দিনের শেষে,
অথবা মন খারাপ করা
উদাস কোনো বিকেলে,
যদি এই হাতে রাখো হাত,
যদি পাশে থাকো অনড় প্রতিজ্ঞায়…
আমি পলাশের লাল নিয়ে
তোমার বরণডালা সাজিয়ে নেবো।
নবান্নের উৎসবে রঙের হোলিখেলায়
শুধু তোমার কথা ভেবে
শুধু তোমায় ভালোবেসে
আমার দু‘চোখের তারায় এঁকে নেবো
ভালোবাসার আল্পনা।
সমুদ্রের নীল জলে
কখনো পা ভেজাবো না,
তোমার ছুঁড়ে দেয়া জলের ঝাপটা
আমাকে যদি সিক্ত না করে।
অরুন্ধতী, সেই ভালোবাসার মহোৎসবে
তুমি আমার পাশে থাকবে তো?