প্রতিশ্রুত সেবা প্রদানে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের উপর গুরুত্বারোপ

চট্টগ্রামে কাস্টমস দিবসের আলোচনা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৯ সাড়ে টার দিকে চট্টগ্রাম কাস্টমসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম কর অঞ্চল২ এর কমিশনার মো. আব্দুস সোবহান।

অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমী চট্টগ্রামের মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদ মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন মূল প্রবন্ধের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিশ্রুত কাস্টমস সেবা প্রদানে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের গুরুত্ব তুলে ধরেন। এ প্রক্রিয়ায় সরকারি, বেসরকারি, ব্যবসায়ীসহ সকল স্টেক হোল্ডারের দক্ষ জনবলের সম্পৃক্ততার আহ্বান জানান। তিনি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার উপর গুরুত্ব আরোপ করেন এবং এ লক্ষ্য অর্জনের জন্য সর্বস্তরে অটোমেশন প্রয়োগ করার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন আগামীর নেতৃত্ব প্রদানের জন্য পূর্ণ অটোমেশন, কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও গৌরবের সংস্কৃতির পারস্পারিক বিনিময় ও প্রসারের মাধ্যমেই ভবিষ্যতের কাস্টমস তৈরির আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং
পরবর্তী নিবন্ধফরিদারপাড়া থেকে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার