স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় এআর কমিউনিটি সেন্টারে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। সভাপতিত্ব করেন কর্ণফুলী আরবান প্রোগ্রাম টেকনিক্যাল কো–অর্ডিনেটর জনি রোজারিও। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার সুব্রত মল্লিক। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩৬০১ জন। তাদের মধ্যে বাছাইকৃত ১০০ জন স্বাস্থ্যবান শিশুসহ ৩৬০১ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে করে সকল অংশগ্রহণকারীরা জিএমপি সেশনে অংশগ্রহণের উৎসাহ পাবে এবং সকল শিশু সুস্থভাবে বেড়ে উঠবে। প্রেস বিজ্ঞপ্তি।