প্রতিযোগিতাশীল বিশ্বে টিকে থাকতে হলে যুগোপযোগী উচ্চ শিক্ষার বিকল্প নেই

ইউএসটিসি’র সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রফেসর ড. মেজবাহ উদ্দীন

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর জুলাই২০২৫ সেশনের ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস, ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্ট্রিপ্রিনিউরিয়াল সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিসে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে নগরীর ফয়’স লেকস্থ খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. রামা বড়ুয়া, ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. বদিউল আলম এবং ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া।

বক্তব্য দেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা ড. মাইকেল দত্ত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাহমুদুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. শাহাদাত হোসাইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান চন্দ্রা দাশ, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. প্রণয় কুমার মজুমদার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর মো. আব্দুল মোতালেব ভুইঁয়া, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. খালেদ বিন চৌধুরী, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ড. হেদায়েত উল্লাহ, ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. গুরুপদ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার এবং সেন্ট্রাল এডিমশন কমিটির চেয়ারম্যান ও আইকিইএসির পরিচালক ড. অনিন্দ্য কুমার নাথ ।

প্রধান অতিথি বলেন, ইউএসটিসি চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যার স্বপ্নদ্রষ্টা জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম। তিনি যুগোপযোগী ও শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে সমৃদ্ধ দেশগঠনের মানসে এই প্রতিষ্ঠান গড়ে তুলেন, যা বর্তমানে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে অন্যতম। বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে টিকে থাকতে হলে যুগোপযোগী উচ্চ শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদবিরোধী দলগুলো এখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে
পরবর্তী নিবন্ধতারেক রহমান দেশের শান্তি ও ঐক্যের প্রতীক