প্রতিভা মানে পর–উপকার নিজ গুন গান প্রকাশ নই, প্রতিভা মানে হিংসা ত্যাগে অপরের শুধু ভালো হয়। প্রতিভা আছে চাঁদ, সূর্যের দিবা নিশি আলো আঁধার, ভোরে জাগা, রাত নিদ্রায় তিথি মেনে ভাটা জোয়ার। প্রতিভার গুণ বায়ু, অগ্নির
প্রাণ বাঁচাতে সেরা অবদান, গরমে হাওয়া, ঠান্ডায় তাপ দূষিত সব জ্বালিয়ে দহন। প্রতিভা শুধু মেঘ, গগনের বৃষ্টি, তারা লুকোচুরি খেলা, বাজ পড়া, তুফান আভাস পাখি কলকাকলি মেলা। প্রতিভার গুরু জল, ভূমির তেষ্টা মিটতে প্রাণ কোমল,
স্রোতের ধারা, মাটির মায়া মানুষ প্রাণীদের বাস স্থল।
প্রতিভার সৃষ্টি প্রকৃতি শুধু উজাড় করে বিলিয়ে দেয়, মানুষ প্রতিভা অহং হিংসা ধ্বংস করে ছিনিয়ে নেই।