প্রতিবেশীর বাটামের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাঁশঝাড় কাটা নিয়ে দ্বন্দ্ব

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় বাটামের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. ইসমাইল আলী; বয়স ৫৫ বছর। তিনি ঈশান মিস্ত্রি ঘাটের কোরবান আলী শাহ মাজার এলাকার বাসিন্দা। বাঁশঝাড় কাটা নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে ঝগড়া, বাগবিতণ্ডা এবং একপর্যায়ে এক প্রতিবেশী মো. ইসমাইল আলীকে বাটাম দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গত বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভিকটিম মো. ইসমাইল আলীকে প্রথমে স্থানীয় বেপজা হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ইসমাইল আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল রাত ৮ টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তারও হয়নি।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন দৈনিক আজাদীকে বলেন, চমেক হাসপাতালে লাশের সুরতহাল হয়েছে। লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। মৃতদেহের জানাজা সম্পন্ন হয়েছে। তার খালাতো ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি থানায় আসবেন। এখনো (গত রাত ৮ টা) পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলা হবে। আমরা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি। কাউকে শনাক্ত করা হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, কাউকে এখনো শনাক্ত করা হয়নি। ভিকটিমের পরিবার থেকেও এখনো কারো নাম বলা হয়নি। ভিকটিমের পেশা কী ছিল জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে জানা যায়নি। মূলত বাঁশঝাড় কাটা নিয়ে দ্বন্দ্ব, বাগবিতণ্ডা এবং পরে বাটাম দিয়ে মো. ইসমাইল আলীকে তার এক প্রতিবেশী মাথার পেছনে সজোরে আঘাত করেন বলেও জানিয়েছেন ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পাঁচ প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা