প্রতিবন্ধীরা পেলেন অনুদান ও সহায়ক উপকরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এওয়াক-এর আয়োজনে ডিআরআরএ ও লিলিয়ানী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ১৫ জন যুব প্রতিবন্ধী ও তাদের পরিবারের মাঝে আয়বর্ধক কাজ কৃষি, সেলাই ও ক্ষুদ্র ব্যবসায়ের জন্য প্রায় ২ লাখ ১৪ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়া এওয়াকের ইসিবিআইডি-বি প্রকল্পের সিডিডি ও সিবিএম সহযোগিতায় ১২ জন প্রতবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অঙিলারি ক্রাচ, ওয়াকার, লাঠি ও পাওয়ার চশমা দেওয়া হয়।
এওয়াক প্রকল্প কার্যালয় ও ট্রেনিং সেন্টারে গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এওয়াকের সহ-সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জগলুল হুদা। বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মো. জিয়াউর রহমান, রাসেল শেখ, মো. আনোয়ার ও মাহবুবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধউন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে জ্ঞানের আদান-প্রদান দরকার
পরবর্তী নিবন্ধজেলা পরিষদের ১৮টি প্রতিষ্ঠানকে অনুদান প্রদান