যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস), ডিডিআরসি ও এওয়াক আয়োজিত দু’দিনব্যাপী “অন্তর্ভুক্তি মেলা” ও প্যানেল আলোচনা অনুষ্ঠানের ২য় দিন সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত ১ম অধিবেশনে “কর্পোরেট খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক দায়বদ্ধতা ( সিএসআর)” বিষয়ক অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ফেকাল্টি মেম্বার অধ্যাপক হাবীবুুর রহমানের মডারেশনে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় সিডিডি নির্বাহী পরিচালক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যাকে বড় করে না দেখে তাদের অভিজ্ঞতা, দক্ষতাকে বড়ো করে দেখতে হবে। সমাজসেবা কার্যালয় বা অন্যান্য দপ্তরে বিদ্যমান সেবার দ্বারপ্রান্তে প্রতিবন্ধী মানুষকে পৌঁছে দিতে হবে। প্রতিবন্ধী মানুষদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জেএসইউএস বাঁশখালী এপেঙ বডির সদস্য মো. ইয়াসিন আলী, এওয়াকের ইয়ুথ গ্রুপ সদস্য সুমাইয়া আক্তার, ডিডিআরসির সদস্য নিঝুম আক্তার। আলোচনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, এ কে খান ফাউণ্ডেশনের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আবুল বাশার, শিনশিন গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশন) সুজন কান্তি পাল, লায়ন গেট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আনিসুল হক চৌধুরী, ক্লিফটন গ্রুপের পক্ষ থেকে পরিচালক আয়েশা চৌধুরী মাইশাও লায়ন সাইফুল ইসলাম টুটুল, পিএইচপি ফাউণ্ডেশনের প্রতিনিধি খোরশেদ আলী, সিডিডির প্রজেক্ট কোঅর্ডিনেটর এস, এম, আলী হাসনাইন ফাতমী প্রমুখ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এওয়াকের নির্বাহী পরিচালক শফিউল আলম সিরাজী। এর আগে গতকাল বিকেলে দ্বিতীয় অধিবেশনে আয়োজিত সেমিনারের বিষয় ছিলো–অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ ঃ প্রতিবন্ধী শিশু ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ” সিডিডি নির্বাহী পরিচালক নাজমুল বারীর সভাপতিত্বে অধ্যাপক হাবীবুর রহমানের মডারেশনে এই মনোমুগ্ধকর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভিার্সিটির ভিসি প্রফেসর নসরুল কদির। এতে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আতাউর রহমান, জেলা সমাজসেবা কার্যলয় চট্টগ্রামের উপপরিচালক ফরিদুল আলম, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ, ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, ডা. সোমেন, ডা. হামিদ হোসেন আজাদ, ডিডিআরসির ইম্প্যাক্ট গ্রুপ সদস্য মিথিলা নাথ, জেএসইউএস সিআরসির অভিভাবক প্রতিনিধি দলের সদস্য দীপ্তি চৌধুরী প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনও ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ। প্রেস বিজ্ঞপ্তি।











