প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারের দাবি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হাসান, নিমাই বনিক, মোহাম্মদ সোহেল, নুরনবী, মানিক, মোহাম্মদ রাতিব হোসেন, মোহাম্মদ মোবারক হোসেন, বিলকিস আক্তারসহ প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে বলা হয় যে, বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিয়েছে। ২০১৩ সালের “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন” এবং জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কনভেনশন রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকারকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছে। কিন্তু ২০১৮ সালের পর থেকে গ্রাজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষিত প্রতিবন্ধী তরুণতরুণীরা হতাশ ও বেকার জীবন যাপন করছে। আমরা দক্ষতা, শিক্ষা ও যোগ্যতা অর্জন করেছি, আমরা রাষ্ট্রের বোঝা নই, উন্নয়নের অংশীদার হতে চাই। মানববন্ধন কর্মসূচিতে দ্রুত গ্রাজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্থায়ী বিশেষ নিয়োগ নীতিমালা প্রণয়ন করে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিত করা, শ্রুতি লেখক নীতিমালা সংশোধন করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমান অংশগ্রহণের সুযোগ দেওয়া, শিক্ষিত প্রতিবন্ধী তরুণতরুণীদের কর্মসংস্থানে অগ্রাধিকার প্রদান এবং চাকরির বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি করাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা জেএসডির আলোচনা সভা