চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সূর্যের যদি তাপ না থাকে, সমুদ্রের যদি ঢেউ না থাকে তাহলে সূর্যে বা সমুদ্রের কোন মূল্য নেই। তেমনি মানুষের মধ্যে যদি মানবতা না থাকে, তার বিবেকবোধ কাজ না করে তাহলে মানুষেরও কোন মূল্য নেই। তিনি গতকাল সোমবার নবনির্মিত চন্দনাইশ উপজেলায় পরিষদ সমপ্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন এবং সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে উপকারভোগীদের বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমরা যারা সরকারি কর্মকর্তারা আছি, আমরা কি পরিবর্তন আনতে পারলাম। সমাজের মানুষের চাহিদার যে পরিবর্তন হচ্ছে, বিশ্ব ব্যবস্থায় যে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। আমরা যদি বিশ্ব আসরে আমাদের প্রভাব প্রতিপত্তি তৈরী করতে চাই, তাহলে বিশ্ব ব্যবস্থা যেভাবে চলছে আমাদের সেইভাবে দক্ষতা ও যোগ্যতা অর্জন করে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সমাজের মানুষের যে চাহিদা, সে কাঙ্খিত সেবা পাওয়ার পরিবর্তন। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরী, মানবিক সমাজ গঠন করার পরিবর্তন। যদি আমরা সেই পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা আমাদের সমাজের যে কাঙ্খিত চাহিদা, আমরা সমাজ এবং রাষ্ট্রকে যেভাবে গড়তে চাই সেটি আসলে গড়া সম্ভব হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাজিব হোসেনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌস আকতার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালাহ উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইসার বিপিন চন্দ্র রায়, সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম নুরউদ্দীন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, খাদ্য বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, পরিসংখ্যান কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।












