স্বাধীনতার পর ইতিহাসে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
শনিবার বেলা ১১টা থেকে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে শুরু হয়ে এই ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে ভাইস চেয়্যারম্যান, সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন। আজীবন ও বার্ষিক সদস্য মিলিয়ে প্রায় ৩৩০০ জন সদস্য ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করবে জেলার আগামী কার্যনির্বাহী কমিটি।
ভোট দিতে আসা ভোটার লায়ন মোঃ হারুনুর রশীদ জানান, ‘দীর্ঘ দিনের দাবির পর আজকে অনুষ্ঠিত হওয়া এই প্রত্যক্ষ নির্বাচনে ভোট দিতে পারি আমি খুশি’।
একই মন্তব্য আরেক ভোটার লায়ন মোঃ মাহতাব উদ্দীনে । তাঁর প্রত্যাশা ভবিষ্যতেও এই প্রত্যক্ষ ভোটের ধারবাহিকতা অব্যাহত রেখে চট্টগ্রাম জেলা ইউনিটকে অন্য সকল ইউনিটের জন্য অনুকরণীয় করার।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী পদে অংশ নেওয়া কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জানান, উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই ভোটগ্রহণ কার্যক্রমে প্রথম থেকেই ভোটাররা উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন।
জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচিত হলে হাসপাতাল আধুনিকায়ন ও বহুতল ভবন গড়ে তোলার মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত এবং জেলা রেড ক্রিসেন্ট কমিটির কার্যক্রম আরো গতিশীল করতে কাজ করে যাবেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মালেক খান জানান, বিজয়ী হলে আজীবন সদস্যদের মূল্যায়ন বৃদ্ধিতে তিনি কাজ করবেন এবং ৩ বছর পর পর যেনো তাদের ভোটে কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে কাজ করবেন। একই সাথে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং কার্যক্রমের জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নে সর্বাত্মক কাজ করার ঘোষণা দেন এই প্রার্থী।
ভোট দিতে এসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ‘এই নির্বাচনের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সুন্দর পরিবেশে ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন, এটি রেড ক্রিসেন্টের জন্য একটি সুন্দর মাইলফলক। রেডক্রিসেন্টের সুনামের সাথে এগিয়ে যাওয়ার সাথে ভোটারদের সম্পৃক্ততা বাড়বে।
প্রধান নির্বাচন কমিশনার মো. দিদারুল আলম জানান, সুষ্ঠুভাবে চলছে ভোটারদের ভোট প্রদান কার্যক্রম। বিকাল ৪.৩০ নাগাদ ভোট গ্রহণ শেষে চলবে ভোট গণণা।নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।