রমজানকে কেন্দ্র করে বেড়েছে প্রতিটি সবজির দাম। রমজানের আগের সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে সবজির সরবরাহ কমার কারণে দাম বাড়তি। তবে ভিন্নমত পোষণ করছেন ভোক্তারা। তারা বলছেন, রমজানকে পুুঁজি করে বাড়তি মুনাফার জন্য পরিকল্পিতভাবে তারা সবজির দাম বৃদ্ধি করছে।
গতকাল নগরীর কয়েকটি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৯০ টাকায়, বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেড়শ বিক্রি হচ্ছে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, তিতা করলা ৭০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৩০–৪০ টাকা, আলু ৪০–৪৫ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
কাজীর দেউরি বাজারের সবজি বিক্রেতা মো. আজম বলেন, রমজানে কিছু কিছু সবজির চাহিদা বাড়ে। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে তখন দাম বাড়ে। কাঁচাপণ্য চাইলে আমরা রেখে দিতে পারি না।
মোহাম্মদ আলী আশরাফ নামের এক ক্রেতা জানান, বাজারে সব সবজির দাম বাড়তি। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছেন। প্রশাসন অভিযান চালালে দাম কিছুটা কমে, তারপর আবার আগের অবস্থায় ফিরে যায়।











