মীরসরাই উপজেলার গ্রামীণ জনপদে সৌর বিদ্যুতচালিত সড়ক বাতি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়কে অর্ধশত সৌরবিদ্যুত বাতি প্রজ্বলন প্রকল্পের উদ্বোধনকালে তিনি বলেন, গ্রাম হবে শহর সেই স্লোগান এখন আর শুধু স্বপ্ন নয় বাস্তবে রূপান্তরিত।
শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করার জন্য ৩নং জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিমকে ধন্যবাদ জানাই। পাশাপাশি অন্যান্য ইউপির চেয়ারম্যানগণকেও এভাবে নিজ নিজ এলাকা বাসযোগ্য সুন্দর ও নান্দনিক করে তোলার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার মীরসরাই উপজেলা পরিষদের সমন্বয় সভা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কৃষি জমিতে যেন কোনো প্রকার অবকাঠামো না হয় সেজন্য ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগকে বিশেষ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের পরিচালনায় সভা শেষে সৌর প্রযুক্তির উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মীরসরাই থানার ওসি কবির হোসেন, জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, উপজেলা প্রকৌশলী রনি সাহা, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন প্রমুখ।